Site icon Jamuna Television

ময়নাতদন্ত শেষে ঢাকার পথে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

ময়নাতদন্ত শেষে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ ঢাকায় আনা হচ্ছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর বাসাবোর বরদেশ্বরী কালী মন্দিরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে পরিবার।

এর আগে, আজ দুপুরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে বিভুরঞ্জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিকরা তার প্রতি শ্রদ্ধা জানান।

হাসপাতালের মেডিকেল অফিসার জানান, নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

স্বজনরা জানায়, বিভুরঞ্জনের মরদেহ গ্রামের বাড়ি পঞ্চগড়ে নয় রাজধানীর বাসাবোর বরদেশ্বরী কালী মন্দিরে সৎকার করা হবে।

এর আগে, গতকাল শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার বাড়ি থেকে অফিসের কথা বলে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। তার আগে একটি খোলা চিঠিতে নিজের হতাশা, বিষন্নতা আর বিভিন্ন অপ্রাপ্তির আক্ষেপ তুলে ধরেন তিনি।

/আরএইচ

Exit mobile version