Site icon Jamuna Television

পটুয়াখালীতে ডাকাতির অভিযোগে দুইজনকে গণপিটুনি

পটুয়াখালী (বাউফল) করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফল উপজেলায় ডাকাতির অভিযোগে দুইজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গতকাল শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আদাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাসায় গভীর রাতে ডাকাতদল হানা দেয়। এ সময় তারা বাসার লোকজনকে মারধর করে। একপর্যায়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে তারা। এ সময় ভুক্তভোগীরা চিৎকার করলে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করা হয়। তবে দলের অন্য সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যায়।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, স্থানীয়দের হাতে আটক দুজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যেই চক্রের সব সদস্যকে আটক করা হবে।

/আরএইচ

Exit mobile version