Site icon Jamuna Television

জোড়া গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার

শুরুতে দুই গোলে পিছিয়ে পরেও দুর্দান্ত কামব্যাকে লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

শনিবার (২৩ আগস্ট) লেভান্তের মাঠে ৩-২ গোলের জয় পেয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। ম্যাচে কাতালানদের হয়ে গোল করেন পেদ্রি ও ফার্নান্দো তোরেস। একটি গোল হয় আত্মঘাতী।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় বার্সা। তবে, ১৫ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে ইভান রোমেরোর গোলে পিছিয়ে যায় হ্যান্সি ফ্লিকের দল।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় লেভান্তে। তাতে, হোসে লুইস মোরালেসের গোলে ২-০ তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর ম্যাচের ৪৯তম মিনিটে ইয়ামালের অ্যাসিস্টে প্রতিপক্ষের জালে প্রথম আঘাত হানে পেদ্রি। তিন মিনিটের মাথায় রাফিনিয়ার কর্নার কিক থেকে বার্সাকে সমতায় ফেরান ফার্নান্দো তোরেস।

মুহুর্মুহু আক্রমণে এক পর্যায়ে দিশেহারা হয়ে পড়ে লেভান্তে। যোগ করা সময়ে ইয়ামালের ক্রসহেড ক্লিয়ার করতে গিয়ে, নিজেদের জালে বল পাঠান লেভান্তে ডিফেন্ডার এলগেসাবাল। আর এতেই নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

উল্লেখ্য, লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম দুই ম্যাচের দুটিই জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কাতালানরা।

/এমএইচআর

Exit mobile version