
ফের টটেনহামের কাছে হারলো পেপ গার্দিওলার দল। শনিবার (২৩ আগস্ট) ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলের জয় তুলে নিয়েছে স্পার্সরা। দলের গোল করেছেন ব্রেনান জনসন ও জোয়াও পলহিনহা।
ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো ছিল দুই দলই। তবে ২৯তম মিনিটে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে ওয়ান টু ওয়ানে তার নেয়া শট দারুণভাবে সেভ করেন টটেনহামের গোলরক্ষক গগলিয়েলমো ভিসারিও।
৩৪তম মিনিটে রিচার্লিসনের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে টটেনহ্যামকে এগিয়ে দেন ব্রেনান জনসন। যদিও লাইন্সম্যান প্রথমে অফসাইডের পতাকা তোলেন, পরে ভিএআর দেখে গোলটি বৈধ ঘোষণা করা হয়।
প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় সিটি। তাদের গোলরক্ষক জেমস ট্রাফোর্ড পাস দেন সতীর্থ নিকো গঞ্জালেসকে, কিন্তু ম্যান মার্কিংয়ে থাকা অবস্থায় বলটি কেড়ে নেন টটেনহামের পাপে সার। এরপর রিচার্লিসন শট মিস করলেও বল পেয়ে পলহিনহা ঠিকই জাল খুঁজে নেন। বার্নলি থেকে ফিরে আসা ট্রাফোর্ডের এই ভুলে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।
Scoring opportunity at the far post? I know just the man… pic.twitter.com/37sO1Mcb90
— Tottenham Hotspur (@SpursOfficial) August 23, 2025
বিরতির পর বেশ কিছু আক্রমণ গড়লেও গোলের মুখ খুলতে পারেনি সিটি। উল্টো যোগ করা সময়ে আরও একটি গোল হজম করতে বসেছিল তারা। তবে সেই মুহূর্তে ট্রাফোর্ড দুইবার সেভ করে বড় ব্যবধানের হার এড়ান। প্রথমে সোলাংকির শট এবং পরে উইলসন ওডোবার্টের হেড ঠেকিয়ে দেন তিনি।
শেষদিকে ম্যাচে ফিরতে প্রাণপণ লড়াই চালায় স্বাগতিকরা। সেইসাথে ব্যবধান বাড়াতে পাল্টা আক্রমণ করে স্পার্স বাহিনীও। তবে দু’দলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভইয় দলেরত ফরোয়ার্ডরা।
এই জয়ে টটেনহাম দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। অপরদিকে, এক জয় ও সমান সংখ্যক হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।
উল্লেখ্য, গত মৌসুমে ঘরের মাঠেই টটেনহামের কাছে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল সিটি। সেই হারের প্রতিশোধ নেয়ার লক্ষ্যেই আজ মাঠে নামে তারা। কিন্তু আক্রমণে ধারহীনতা, গোলরক্ষকের ব্যর্থতা ও প্রতিপক্ষের পরিকল্পিত খেলায় আবারও পয়েন্ট হারাল ‘সিটিজেন’রা।
/এমএইচআর



Leave a reply