Site icon Jamuna Television

ডাকসু নির্বাচন: খসড়া তালিকা থেকে বাদ পড়া প্রার্থীদের আপিল নিষ্পত্তি আজ

ডাকসু নির্বাচনের খসড়া তালিকা থেকে বাদ পড়া প্রার্থীদের আপিল আজ রোববার (২৪ আগস্ট) নিষ্পত্তি হবে। গত ২২ ও ২৩ আগস্ট দুইদিনে মোট ৩৪ জন প্রার্থী আপিল করে।

একইসাথে আগামীকাল সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগও পাচ্ছেন প্রার্থীরা। এরপর ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তারপর থেকে নির্বাচনী প্রচার-প্রচারণায় নামবেন প্রার্থীরা। এর আগে কেউ প্রচার প্রচারণা চালাতে পারবে না।

এর আগে কেউ প্রচার চালালে সেটি ডাকসু নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছে কমিশন। যদিও এরইমধ্যে প্রার্থীরা শিক্ষার্থীদের সাথে কুশল ও সালাম বিনিময় শুরু করেছে।

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী লড়বেন। ৫ পৃষ্ঠার ব্যালট পেপারে ভোট দিতে একেকজন ভোটারের সময় লাগবে কমপক্ষে ৭ মিনিট।

এবারের ডাকসু নির্বাচনে ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন। যা মোট ভোটারের ৪৭ দশমিক ৫২ শতাংশ। বিশ্ববিদ্যালয়টির ১৮টি হলের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রোকেয়া হলে।

/আরএইচ

Exit mobile version