Site icon Jamuna Television

গোপনে সামরিক ঘাঁটি নির্মাণ করছে উত্তর কোরিয়া, পারমাণবিক হুমকি বাড়ছে: নিউ ইয়র্ক পোস্ট

উত্তর কোরিয়া একটি গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করছে, যা দেশটির পারমাণবিক সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলছে বলে জানিয়েছে ইউএস সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন সামরিক স্থাপনাটি উত্তর কোরিয়ার অস্ত্র সক্ষমতা গোপনে উন্নত করার একটি প্রচেষ্টা, যার ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য তা আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘাঁটিটি এমনভাবে নির্মিত হচ্ছে যাতে সেটি স্যাটেলাইট নজরদারি থেকে লুকানো থাকে এবং সম্ভাব্য পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র সংরক্ষণের সুবিধা থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের গোপন ঘাঁটি উত্তর কোরিয়ার সামরিক কৌশলের একটি অংশ, যা দেশটির নেতা কিম জং উনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার ইঙ্গিত দেয়—বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে।

প্রতিবেদনে আরও বলা হয়, উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ড শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট।

/এআই

Exit mobile version