Site icon Jamuna Television

রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু আজ

রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন আজ রোববার (২৪ আগস্ট) শুরু হচ্ছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেবেন।

কক্সবাজারের ইনানীতে হোটেল বে-ওয়াচ মিলনায়তনে রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভের দফতর ও পররাষ্ট্র মন্ত্রণালয় অংশীজনদের নিয়ে এই সংলাপের আয়োজন করেছে। আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সম্মেলনে যোগ দেবেন।

এদিকে, এই সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রত্যাবাসন কার্যক্রম নিয়ে কিছুটা আশার আলো দেখছেন স্থানীয়রা। আগামী মঙ্গলবার সম্মেলনের শেষদিন রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন অতিথিরা।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইনে সামরিক জান্তার নির্মম নির্যাতন থেকে প্রাণে বাঁচতে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

/আরএইচ

Exit mobile version