Site icon Jamuna Television

অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে আগামী নির্বাচন হবে বিপজ্জনক: রিজভী

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে আগামী নির্বাচন বিপজ্জনক হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করার আহ্বান জানান তিনি।

রোববার (২৪ আগস্ট) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জিয়া পরিষদ’ আয়োজিত রিকশা ও ভ্যান চালকদের মধ্যে রেইনকোট বিতরন কর্মসূচীতে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা অভাব নেই। তবে, সুযোগ পেলেই ফ্যাসিবাদী শক্তি অন্তর্বর্তী সরকারের পাশাপাশি গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করবে।

অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে রিজভী জানান, সংবিধান কিংবা আইন সংশোধন করবে নির্বাচিত সরকার।

কাউকে গায়ের জোরে নির্বাচন ও গণতান্ত্রিক যাত্রাপথে বাঁধা সৃষ্টি না করার আহ্বান জানান বিএনপির এ সিনিয়র নেতা।

/এমএইচআর

Exit mobile version