Site icon Jamuna Television

ধারণক্ষমতার দ্বিগুণ হওয়ায় অপুষ্টিতে ভোগা শিশুদের সেবা দিতে পারছে না গাজার নাসের হাসপাতাল

খান ইউনুসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সের শিশু বিভাগের প্রধান ডা. আহমেদ আল-ফাররা জানিয়েছেন, দক্ষিণ গাজায় স্বাস্থ্য সংকট ‘একটি বিপর্যয়কর পর্যায়ে’ পৌঁছেছে। তিনি সতর্ক করে বলেছেন, অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা এতটাই বেড়েছে যে, এখন আর হাসপাতালটি তাদের সেবা দিতে পারছে না।

হাসপাতালটির ফেসবুক পেজে দেয়া এক বার্তায় ডা. আহমেদ আল-ফাররা বলেন, ‘বর্তমান পরিস্থিতি সামাল দিতে নাসের হাসপাতালের মতো দশটি হাসপাতাল দরকার হবে।’

তিনি জানান, বর্তমানে অন্তত ২৫ জন শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এতটাই সংকটপূর্ণ পরিস্থিতি যে, বিছানার অভাবে অনেক শিশু মেঝেতে শুয়ে আছে।

ডা. ফাররা আরও বলেন,

‘গাজায় প্রতি চারজন শিশুর মধ্যে একজন ইতোমধ্যে অপুষ্টিতে ভুগছে। শুধু দক্ষিণ গাজাতেই ৬০ থেকে ৭৫ হাজার শিশু ঝুঁকির মধ্যে রয়েছে। এই সংখ্যা ভীতিকর এবং নজিরবিহীন।’

তিনি উল্লেখ করেন,

‘নাসের হাসপাতালের অপুষ্টিজনিত রোগী দেখার ক্লিনিক মাত্র সপ্তাহে দুই দিন খোলা থাকে এবং প্রতিবার সেখানে কয়েক ঘণ্টার মধ্যেই ১২০টির বেশি কেস আসে — যা আগের তুলনায় দশগুণ বেশি।’

ডা. আল-ফাররার ভাষায়, ‘সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো, কিছু শিশু এমনকি চিকিৎসা পাওয়ার আগেই হাসপাতালের ফটকের বাইরে প্রাণ হারাচ্ছে—দুধ ও চিকিৎসার অভাবে।’

সূত্র: আল জাজিরা।

/এআই

Exit mobile version