Site icon Jamuna Television

ইউএস ওপেনের মূল পর্বের পর্দা উঠছে আজ

বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনের মূল পর্ব শুরু হচ্ছে আজ রোববার (২৪ আগস্ট)। বাংলাদেশ সময় রাত ৯টায় নিউ ইয়র্কে শুরু হবে টেনিসের এ মহোৎসব।

কোর্টের লড়াই শুরুর আগে অবশ্য এবারের ইউএস ওপেন প্রাইজমানির দিক দিয়ে গড়েছে নতুন রেকর্ড। এটিই জানান দিচ্ছে এবারের প্রতিযোগিতা কতটা হাইভোল্টেজ হতে যাচ্ছে।

এবারের পুরো আসরের প্রাইজমানি ঘোষণা করা হয়েছে ৯ কোটি মার্কিন ডলার; যা কোনো গ্র্যান্ডস্লামের মধ্যে সর্বোচ্চ। গতবছর প্রাইজমানি ছিল সাড়ে সাত কোটি ডলার।

২০২৪ সালে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন প্রাইজমানি ছিল ৩৬ লাখ ডলার। এবার তা ৫০ লাখ ডলার করা হয়েছে।

আগামী ৭ সেপ্টেম্বর শেষ হবে এবারের আসর।

/এমএইচআর

Exit mobile version