Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের শিকাগোয় সেনা মোতায়েনের পরিকল্পনা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের শিকাগোয় সেনা মোতায়েনের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরাধ প্রতিরোধ এবং গৃহহীনদের উচ্ছেদে এমন পদক্ষেপ বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

এমন পদক্ষেপের মাধ্যমে ডেমোক্র্যাট শাসিত আরও একটি শহরে হস্তক্ষেপের উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। বেশ কিছুদিন ধরেই শিকাগোয় সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছে অভিবাসী বিরোধীরা। পরিকল্পনা অনুযায়ী বেশ কয়েকটি ধাপ থাকবে নতুন কর্মসূচিতে।

প্রথম ধাপে সেপ্টেম্বরের মধ্যেই ন্যাশনাল গার্ডের কয়েক হাজার সেনার অবস্থানে রদবদল হবে। স্থানীয় সময় শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, দেশের সম্পদ এবং নাগরিকদের সুরক্ষার জন্য কাজ করবে তারা। যদিও শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন জানিয়েছেন, গত বছরের তুলনায় অপরাধ ও সহিংসতা কমেছে সেখানে।

সূত্র: সিএনএন নিউজ।

/এআই

Exit mobile version