বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা 

|

এশিয়া কাপ শেষ হতেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল। আফগানিস্তানের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতেই হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

রোববার (২৪ আগস্ট) এক বিবৃতিতে এই সাদা বলের সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আরব আমিরাতে ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে টি-টোয়েন্টি সিরিজ। আর ৮, ১১ ও ১৪ অক্টোবর আফগানদের বিপক্ষে একদিনের সিরিজে মুখোমুখি হবে টাইগাররা।

দুই দলের সিরিজ শুরুর আগে এশিয়া কাপে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। ১৬ সেপ্টেম্বর গ্রুপ ‘বি’র খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে দুই দল।

আফগানিস্তান সিরিজকে সামনে রেখে এশিয়া কাপের পর মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থান করবে টাইগাররা। হোম সিরিজ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ আতিথেয়তা দেয়ার কথা জানিয়েছে এসিবি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply