
ফাইল ছবি
আসন্ন জাতীয় নির্বাচন সঠিকভাবে সম্পন্ন করতে না পারলে এই অন্তর্বর্তী সরকারকে মানুষ ঘৃণা করবে, যা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বড় এক কালিমা হয়ে থাকবে। এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
রোববার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির আবশ্যিকতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
জামায়াতের নায়েবে আমির বলেন, একটি দল চিকন গলি দিয়ে কেন্দ্র দখল করে ক্ষমতায় যেতে চায়। এই বাংলাদেশে তা আর হবে না। হতে দেয়া হবে না।
তিনি আরও বলেন– জামায়াত নির্বাচন চায় তবে তার আগে ঐকমত্যে পৌঁছানো বিষয়ের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। এবং তার ভিত্তিতেই নির্বাচনে হতে হবে।
দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে।
/এএম



Leave a reply