Site icon Jamuna Television

ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেবে নরওয়ে

ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে নরওয়ে। দেশটির আকাশ প্রতিরক্ষা খাতে প্রায় ৭শ’ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়ার কথা জানিয়েছে নরওয়ে সরকার। রোববার (আগস্ট) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে দেশটির সরকার। জার্মানির সহযোগিতায় সরবরাহ করা হবে। খবর আনাদোলু এজেন্সি।

প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরে জানান, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে নরওয়ের পক্ষ থেকে।

রাশিয়ান হামলা ঠেকাতে ইউক্রেনকে দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয়ে জার্মানির পাশাপাশি অর্থায়ন করছে নরওয়ে। এদিকে, ইউক্রেনকে অস্ত্র সহায়তায় এফ-সিক্সটিন জেট পাঠানোর ঘোষণা দিয়েছে ডেনমার্ক ও বেলজিয়ামও।

/এসআইএন

Exit mobile version