Site icon Jamuna Television

বিশাল ব্যবধানে নির্বাচিত মাশরাফী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা।

ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে উঠে আসা জাতীয় দলের এই অধিনায়ক আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২ লাখ ৭৪ হাজার ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড.ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে মাত্র ৮ হাজার ৬টি ভোট পেয়েছেন।

বেসরকারিভাবে মাশরাফীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সারা দেশে আওয়ামী লীগের জোয়ার বইলেও ব্যতিক্রম ছিল নড়াইলে। এই আসনের মানুষ প্রতীকের চেয়ে ব্যক্তি মাশরাফিকেই ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।

Exit mobile version