Site icon Jamuna Television

আগামী সপ্তাহে চীন সফরে যাবেন পুতিন

আগামী সপ্তাহে চীন সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে দুই দেশের মধ্যে বৃহৎ পরিসরে আলোচনার কথাও রয়েছে। তবে কোন কোন বিষয়ের ওপর আলোচনা হবে তার বিস্তারিত তথ্য জানানো হয়নি।

রুশ গণমাধ্যমগুলো জানায়, আগামী ৩১ আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য এক শীর্ষ সম্মেলনেও পুতিনের যোগ দেয়ার কথা রয়েছে। এই সামিটে অংশগ্রহণ করবেন ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

এর আগে গেল জুলাই মাসে টাইমস জানায়, চীনা প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি তৃপক্ষীয় বৈঠকের কথা ভাবছেন। সেসময় বলা হয়েছিল, শি জিংপিং সেপ্টেম্বর মাসের প্যারেডে ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে চেয়েছেন। যদিও পরে ক্রেমলিন জানায়, তৃপক্ষীয় বৈঠকের ব্যাপারে মস্কো কিছু জানে না।

সবশেষ গেল মে মাসে মস্কো সফরে যান চীনা প্রেসিডেন্ট শি জিংপিং। সেখানেই এই দুই নেতার শেষ দেখা হয়েছিল।

/এটিএম

Exit mobile version