রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ১৪৬ বন্দি বিনিময় সম্পন্ন

|

রাশিয়া ও ইউক্রেন ১৪৬ জন করে বন্দি বিনিময় করেছে। রোববার (২৪ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এ বন্দি বিনিময় সম্পন্ন হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমিরাতের মানবিক মধ্যস্থতার প্রচেষ্টার মাধ্যমে তাদের ১৪৬ জন সেনাকে ফিরিয়ে আনা হয়েছে। বিনিময়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ১৪৬ জন বন্দিকে হস্তান্তর করা হয়েছে।

বিনিময়ের অংশ হিসেবে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে বসবাসকারী ৮ জন রাশিয়ান নাগরিককেও মস্কোতে ফিরিয়ে দেয়া হয়েছে। ফিরে আসা রাশিয়ান সেনারা বর্তমানে বেলারুশে রয়েছেন। সেখানে তারা প্রয়োজনীয় মানসিক এবং চিকিৎসা সহায়তা পাচ্ছেন।

সূত্র: আল জাজিরা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply