Site icon Jamuna Television

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নিশাদকে বহিস্কার

গাইবান্ধা করেসপনডেন্ট:

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের কারণে গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দলের সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে নিশাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেয়া হয়েছে।

নাহিদুজ্জামান নিশাদ ২০২২ সালের শেষ দিকে জেলা বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডে সংগঠক হিসেবে অংশগ্রহণ শুরু করেন। জেলা বিএনপির সভাপতিসহ সাতজনের সুপারিশক্রমে তাকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

/এমএইচআর

Exit mobile version