Site icon Jamuna Television

হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণার ফাঁদ, সতর্ক করলো ডিএসই

পুঁজিবাজার বিনিয়োগকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপভিত্তিক প্রতারণার বিষয়ে সতর্ক করেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নিয়ন্ত্রক সংস্থা, বিএসইসি, ব্রোকারেজ হাউস, সিডিবিএলসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এ বিষয়ে চিঠি দেয়া্ হয়েছে। ওয়েবসাইটে বিনিয়োগকারীদের সাবধান থাকার অনুরোধ জানিয়েছে ডিএসই। এ বিষয়ে গোয়েন্দা সংস্থার তৎপরতা অব্যাহত আছে।

ডিএসই কর্তৃপক্ষ বলেছে, শেয়ার বা সিকিউরিটিজ লেনদেনের একমাত্র বৈধ মাধ্যম হলো ডিএসই ও সিএসইর অনুমোদিত ব্রোকারেজ প্রতিষ্ঠান এবং ডিএসই মোবাইল অ্যাপ। এর বাইরে বৈধ কোনো প্ল্যাটফর্ম নেই। অন্য কোনো প্ল্যাটফর্ম বা ব্যক্তি যদি অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখায়, তবে তা প্রতারণা ছাড়া কিছু নয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিনিয়োগকারীদের উদ্দেশে বলা হয়েছে, পুঁজি আপনার, বিনিয়োগও আপনার। তাই অসাধু চক্রের ফাঁদে পড়ে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হবেন না। সব সময় জেনেবুঝে বিনিয়োগ করুন এবং প্রতারণা থেকে দূরে থাকুন।

/এটিএম

Exit mobile version