Site icon Jamuna Television

‘সড়ক নির্মাণ ব্যায় ৩০ ভাগ বেশি, কমাতে রিভিউ কমিটি করা হয়েছে’

সারাদেশে ১৫’শ কিলোমিটার সড়ক-মহাসড়ক খারাপ অবস্থায় আছে। ডিসেম্বরের মধ্যে এসব সড়ক সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান। তিনি জানান, বর্তমানে সড়কের নির্মাণ ব্যায় ৩০ ভাগ বেশি। কমাতে গঠন করা হয়েছে রিভিউ কমিটি।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে মহাসড়কের সার্বিক পরিস্থিতি ও অবস্থান বিষয়ে বৈঠক শেষে সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা এই সিদ্ধান্ত জানান।

ফাওজুল কবির খান বলেন, রাস্তার কারণে জনসাধারণকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে, এজন্য দুঃখ প্রকাশ করছি। বর্ষা শেষ হলে রাস্তা সংস্কার শুরু হবে। সংস্কারকাজ সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে শেষ হবে। শুধু খোয়া ফেলে দিয়ে দায়সারাভাবে এসব রাস্তার সংস্কার হবে না।

উপদেষ্টা জানান শৃঙ্খলা ফেরাতে পুরনো ও ফিটনেসবিহীন যানবাহন ডাম্পিং করা হচ্ছে। এর ফলে সড়কে যানবাহন কমে গেলে প্রয়োজনে মালিকদের সহজ শর্তে ঋণ দেয়া হবে। গাড়ি আমদানি নীতিতে কিছু সংস্কার আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা হচ্ছে।

ফাওজুল কবির খান বলেন, অটোরিকশা বেআইনিভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেয়। এটা বন্ধে ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। বহির্বিশ্বের কথা ভাবলে অটোরিকশা এভাবে চলতে দেয়া উচিত নয়। কিন্তু তাদের বিকল্প কর্মসংস্থানের কথাও ভাবতে হবে।

এ সময় তিনি আরও বলেন, রাস্তা নির্মাণ খরচ কমানোর জন্য রিভিউ কমিটি করা হয়েছে। তবে গুণগত মান রক্ষা করা হবে। যেসব রাস্তা পানি কিংবা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়, সংস্কারের সময় সেসব রাস্তা কংক্রিটের করার চেষ্টা হবে।

/এএস

Exit mobile version