Site icon Jamuna Television

‘কেজিএফ’ সিনেমার অভিনেতা ম্যাঙ্গালুরু দিনেশ মারা গেছেন

‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজিতে সোনা পাচারকারী শেট্টির চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত কন্নড় অভিনেতা ম্যাঙ্গালুরু দিনেশ স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) সকালে কুন্দাপুরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

থিয়েটারে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করা দিনেশ চলচ্চিত্রে পা রাখেন সহকারী পরিচালক হিসেবে। পরে তিনি প্রায় ২০০টি চলচ্চিত্রে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন বলে জানান পরিচালক ও তার ঘনিষ্ঠ সহযোগী পি শেশাদ্রি। তিনি বলেন, ‘দিনেশ খুব হাসিখুশি ও রসিক মানুষ ছিলেন। তার মৃত্যু খুবই দুঃখজনক।’

অভিনেতা হিসেবে দিনেশ ‘উলিদভারু খানদান্তে’, ‘কিরিক পার্টি’, ‘রিকি’, ‘অতিথি’ এবং ‘আ দিনাগালু’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি কোদাচাদ্রিতে বসবাস করছিলেন, যেখানে একটি ছোট খামার পরিচালনা করতেন এবং অসুস্থতাজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এআই

Exit mobile version