Site icon Jamuna Television

নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের

রোহিঙ্গা সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় পর্বে আজ সোমবার (২৫ আগস্ট) বিকেলে কক্সবাজারে অনুষ্ঠিত হয় রাজনৈতিক নেতাদের নিয়ে বিশেষ অধিবেশন। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আন্তর্জাতিক বিশেষজ্ঞসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমাধানে রাজনৈতিক ও কূটনীতিকভাবে ব্যর্থ হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, রোহিঙ্গারা সেচ্ছায় আশ্রয়ী হয়নি, তাদের জোর করে আশ্রয়প্রার্থী বানানো হয়েছে।

অধিবেশনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, মানবিক মর্যাদা ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন টেকসই হবে না।

অন্যান্য নেতারা বলেন, সামনের দিনে কোনো ছায়া যুদ্ধ এড়াতে সীমান্তে নিরাপত্তা ঝুঁকিমুক্ত রাখার স্বার্থে রোহিঙ্গা প্রত্যাবাসন জরুরি।

মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযান শুরুর পর ২০১৭ সালের ২৫ আগস্ট হাজারও রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকতে শুরু করে। যে সংখ্যা বর্তমানে বেশ কয়েক লাখ ছাড়িয়েছে।

বাংলাদেশে রোহিঙ্গা আগমনের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে ‘রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস’ পালন করছেন আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা।

সমাবেশে হাতে প্ল্যাকার্ড-ব্যানার হাতে নিয়ে রোহিঙ্গারা জানান, তারা নিজ দেশে ফিরতে চান।

/এএম

Exit mobile version