Site icon Jamuna Television

‘রোগ নির্ণয়ে জরুরি পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণে কাজ করছে সরকার’

রোগ নির্ণয়ে জরুরি পরীক্ষা-নিরীক্ষার ফি ঠিক করে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে মিন্টো রোডের শহিদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এ তথ্য জানান তিনি।

অধ্যাপক সায়েদুর রহমান জানান, রোগ নির্ণয়ের যৌক্তিক মূল্য নির্ধারণ করতে পারলে চিকিৎসা ব্যয় কমবে। এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি টিমের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে।

তিনি আরও জানান, সারাদেশে ১০ হাজার চিকিৎসকের পদ শূন্য। প্রথম ধাপে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এছাড়া ওষুধের দাম কমাতে যৌক্তিক মূল্য নির্ধারণের কাঠামো চূড়ান্ত করছে স্বাস্থ্য বিভাগ।

/এমএইচ

Exit mobile version