Site icon Jamuna Television

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে দুর্নীতিবাজ, খুনি ও চাঁদাবাজ থাকবে না: রেজাউল করিম

শরীয়তপুর করেসপনডেন্ট:

জাতীয় নির্বাচনের বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে। এতে সংসদে প্রতিটা দলেরই প্রতিনিধি থাকবে। দেশে দুর্নীতিবাজ, খুনি ও চাঁদাবাজ তৈরি হবে না।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে যুব সমাবেশে এসে এসব কথা বলেন তিনি।

পিআর পদ্ধতি সবার জন্যই কল্যাণকর জানিয়ে রেজাউল করিম বলেন, এজন্যই আমরা জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে দাবি করেছি। এই পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর কোনো ফ্যাসিস্ট চরিত্র তৈরি হবে না।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, জুলাই চেতনা বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়াতে হবে। শহীদ পরিবারের পুনর্বাসন ছাড়া নির্বাচন না হওয়ার দাবিও তোলেন বক্তারা।

/এমএইচ

Exit mobile version