সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলাউ সাদাপাথর লুটপাটের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।
এতে বলা হয়, সিলেটের সাদাপাথর লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে এরইমধ্যে বিভিন্ন গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তাছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় একাধিক খবর প্রকাশিত হয়েছে। এর প্রেক্ষিতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট অনুসন্ধান শুরু করেছে।
তাতে আর বলা হয়, বিভিন্ন উৎস হতে এই লুটপাটের ঘটনায় প্রায় ৫০ জন ব্যক্তির প্রাথমিক সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এরপর সিআইডি এ অনুসন্ধান কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে। লুটপাটের ঘটনায় জড়িতদের মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
/আরএইচ

