Site icon Jamuna Television

অক্টোবরে থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

অক্টোবরে থাইল্যান্ডে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী বছর মার্চে এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে ২৫ ও ২৮ অক্টোবর থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলবেন ঋতুপর্ণা চাকমারা।

অক্টোবরে থাইল্যান্ডে দুই ম্যাচ খেলে বাংলাদেশ দল যাবে জাপানে। সেখানে সপ্তাহ তিনেক অনুশীলন করবে পিটার বাটলারের শিষ্যরা। এছাড়া, নভেম্বর উইন্ডোতে ঢাকায় ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছে বাফুফে। এজন্য ভিয়েতনামসহ অন্য দলগুলোকে চিঠিও পাঠিয়েছে বাফুফে। এরপর অস্ট্রেলিয়া যাওয়ার পথে সিঙ্গাপুর-হংকং কিংবা মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাফুফে। এমনকি নিউজিল্যান্ডের সঙ্গেও চলছে আলোচনা।

২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এশিয়ান কাপ। সিনিয়র দলের সঙ্গে অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়রাও থাকবে জাতীয় দলের অনুশীলন ও ম্যাচগুলোতে।

/এএম

Exit mobile version