রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়লো, প্রতিবাদে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

|

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এদিকে মনোনয়নপত্র বিতরণের সময় পাঁচ দিন বাড়ানো ও নির্বাচন পেছানোর আলোচনার বিষয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কয়েকজন সমন্বয়ক ও শিক্ষার্থীরা। 

এর আগে, গত ২৮ জুলাই দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশোধিত তফসিল অনুযায়ী ২৬ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও সময় পাঁচ দিন বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীরা ৩১ আগস্ট পর্যন্ত মনোনয়ন ফরম তুলতে পারবেন।

রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় থেকে, এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের থেকে সংগ্রহ করা যাবে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply