Site icon Jamuna Television

সাফ অনূর্ধ্ব-১৭: নেপালের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা

দুইদিন বিরতি দিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আবারও নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে খেলাটি মাঠে গড়াবে বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩টায়।

এর আগে, রোববার (২৪ আগস্ট) দুদলের প্রথম দেখায় নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। শিরোপা রেসে টিকে থাকতে ফিরতি ম্যাচেও জয়ের বিকল্প নেই লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। আগের ম্যাচের ভুলত্রুটি শুধরে নিজেদের সেরাটা দেয়ার প্রত্যয় পুরো দলের। সেই লক্ষ্যে নিজেদের ঝালিয়ে নিয়েছে অর্পিতা-ইয়ারজানরা।

এদিকে, ভুটানের সাথে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশের কিশোরীরা। তবে ফিরতি লেগের তিন ম্যাচে জয় তুলে শিরোপা নিজেদের করে নেয়ার আশা সহকারী কোচ আবুল হোসেনের।

২০ আগস্ট থেকে শুরু হওয়া এ আসর চলবে ৩১ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দল খেলবে ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে। শীর্ষ পয়েন্টধারী দল জিতবে শিরোপা।

/এএম

Exit mobile version