Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার

অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ করা হয়েছে, সিডনি ও মেলবোর্নে ইহুদিবিরোধী হামলার পেছনে তেহরান জড়িত।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জানান, গত বছরের অক্টোবরে সিডনির একটি ক্যাফেতে এবং ডিসেম্বরে মেলবোর্নের একটি সিনাগগে অগ্নিসংযোগের সঙ্গে ইরানকে যুক্ত করেছে গোয়েন্দা সংস্থাগুলো।

আলবানিজ বলেন, এসব ঘটনা ছিল ‘সামাজিক সম্প্রীতি দুর্বল করা ও আমাদের সমাজে বিভেদ ছড়ানোর চেষ্টা।’

ইরানি রাষ্ট্রদূত আহমাদ সাদেঘি এবং আরও তিনজন কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ক্যানবেরা। পাশাপাশি তেহরান থেকে নিজেদের কূটনীতিকদেরও প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, ইরান এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।

ক্যানবেরা পশ্চিমা বিশ্বের সর্বশেষ দেশ হিসেবে ইরানের বিরুদ্ধে নিজ ভূখণ্ডে গোপন বৈরী কর্মকাণ্ড চালানোর অভিযোগ তুলল। গত মাসে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ ১৪টি দেশ ইরানি গোয়েন্দা সংস্থাগুলোর হত্যা, অপহরণ ও হয়রানিমূলক ষড়যন্ত্র বৃদ্ধির নিন্দা জানিয়েছিল।

সূত্র: রয়টার্স।

/এআই

Exit mobile version