Site icon Jamuna Television

১৩ দিন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- রাকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ১৩ দিন পিছিয়ে ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে এ তথ্য জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

এর আগে, সকাল ১০ টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ে চতুর্থ দিনের মতো শুরু হয় নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম, যা বিকেল ৫ টা পর্যন্ত চলবে।

উল্লেখ্য, গতকাল জরুরি বৈঠকে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় রাকসুর নির্বাচন কমিশন। গত তিন দিনে রাকসু কেন্দ্রীয় সংসদে ২৩টি পদের বিপরীতে ১৬৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া, সিনেটের ৫টি পদের বিপরীতে ১৯ জন এবং ১৭টি হল সংসদের বিভিন্ন পদে ৩৬৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

/এএইচএম

Exit mobile version