Site icon Jamuna Television

ঢাবিতে হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী এক হাজার ৩৫ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এবার এক হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৩টি পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

হলগুলোর ভোটে লড়তে এর আগে এক হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিলো। এর মধ্যে ৭৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এদিকে, গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।

এবার ডাকসু নির্বাচনে ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৫০৯ জন প্রার্থীর মধ্যে ২৮ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ভোটকে ঘিরে ইতোমধ্যে ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোকে সক্রিয় হতে দেখা গেছে।

/এমএন

Exit mobile version