Site icon Jamuna Television

পুলিশ কর্মকর্তা নিহার রঞ্জনকে ঘিরে বিভ্রান্তিকর সংবাদ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদলিপি

পুলিশ কর্মকর্তা নিহার রঞ্জন হাওলাদার সম্পর্কে বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রতিবাদলিপি প্রকাশ করা হয়।

এতে উল্লেখ করা হয়, গত ২৬ আগস্ট ২০২৫ তারিখে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হয়— প্রায় সাত লাখ টাকার ধার পরিশোধ না করায় নিহার রঞ্জন হাওলাদারের পদ কেড়ে নেয়া হয়েছে। তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) এসপি ছিলেন, শাস্তির অংশ হিসেবে তাকে অতিরিক্ত এসপি করা হয়েছে।

কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জারি করা এক প্রতিবাদলিপিতে বলা হয়, কেবল ধার পরিশোধ না করায় তার পদাবনতি বা পদ কেড়ে নেওয়া হয়নি। বরং চাকরি জীবনের বিভিন্ন সময়ে নিহার রঞ্জন হাওলাদারের বিরুদ্ধে তিনটি বিভাগীয় মামলা রুজু হয়েছিল, যেখানে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি বিভিন্ন শাস্তি পান।

প্রতিবাদলিপি অনুযায়ী—

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, এসব তথ্য স্পষ্ট প্রমাণ করে যে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত সংবাদটি বিভ্রান্তিকর ও বাস্তবতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এমন অবস্থায় সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে মন্ত্রণালয়ের পাঠানো প্রতিবাদলিপিটি হুবহু প্রকাশের জন্য অনুরোধ জানানো হয়।

/এএইচএম

Exit mobile version