প্লাস্টিকের বোতলের বিনিময়ে মিলছে গাছের চারা

|

যশোর প্রতিনিধি:

‘প্লাস্টিকের বোতল দিন, পরিবেশ বান্ধব গাছ নিন’ স্লোগানে বোতলের বিনিময়ে যশোরে গাছ বিতরণের ব্যতিক্রম আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য-বন্ধন। এই আয়োজনে একটি প্লাস্টিকের বোতল দিলে বিনিময়ে মিলছে পরিবেশ বান্ধব গাছ।

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে মনিরামপুর উপজেলার পলাশী রাজবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঐক্য-বন্ধন’-এর সচেতনামূলক কার্যক্রমের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের থেকে প্লাস্টিকের বর্জ্য নিয়ে উপহার দেয়া হচ্ছে ফলদ, বনজ ও ওষুধিসহ নানা প্রজাতির গাছের চারা।

তারা বলেন, নানা পণ্য ব্যবহারের ফলে বসতবাড়ি বা রস্তাঘাটের যেখানে-সেখানে প্লাস্টিকের বোতল বা বর্জ্য জমে পরিবেশ নষ্ট হচ্ছে। শিশুরা বাড়ির আশপাশ থেকে এসব বর্জ্য কুড়িয়ে এনে তার বিনিময়ে নিচ্ছে একটি করে গাছ।

এদিন শিক্ষার্থীদের মাঝে ২০০টি বিভিন্ন রকমের গাছের চারা বিতরণ করা হয়। ধীরে ধীরে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছে আয়োজকরা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply