Site icon Jamuna Television

মওদুদ আহমেদের জামানত বাজেয়াপ্ত

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। আসনটিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীকে ওবায়দুল কাদের ২ লাখ ৫২ হাজার ৭৪৪ ভোটে পেয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ পেয়েছেন ১০ হাজার ৯৭০ ভোট। নির্বাচনের বিধি অনুযায়ী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের কম পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৭৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ১৫৬ জন। নারী ভোটার ১ লাখ ৬৩ হাজার ৫৭৯ জন।

Exit mobile version