Site icon Jamuna Television

রাজধানীতে ভারতীয় ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেফতার ১

ভারতীয় ভিসা দেয়ার নামে প্রতারণার অভিযোগে সাধন কুমার মন্ডল নামে একজনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

সম্প্রতি রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মাগুরার বাসিন্দা সাধন কুমার মন্ডল দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা প্রত্যাশীদের সাথে প্রতারণা করে আসছিলো।

গ্রেফতারকৃত সাধন কুমার মন্ডল

বিশেষ করে চিকিৎসা নিতে যাবেন এমন ব্যক্তিদের টার্গেট করে জরুরি ভিসা করে দেয়া, ডাক্তারের ভুয়া অ্যাপয়েনমেন্ট দেয়াসহ নানা ধরণের প্রতারণা করছিলো সে। ভুক্তভোগীদের অভিযোগে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গত জুনে ভারতীয় ভিসা দেয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বদরুল আলম নামে আরেক প্রতারককে গ্রেফতার করা হয়।

ভিসার জন্য দালালদের না ধরে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দিয়েছে ভারতীয় ভিসা সেন্টার।

/এমএইচআর

Exit mobile version