Site icon Jamuna Television

কোল্ডস্টোরেজ গেইটে আলুর কেজি সর্বনিম্ন ২২ টাকা, ৫০ হাজার টন কিনবে সরকার

কোল্ড স্টোরেজ গেইটে প্রতিকেজি আলুর দাম সর্বনিম্ন ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৫০ হাজার টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণের কথা জানিয়েছে সরকার।

বুধবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কৃষি মন্ত্রণালয়।

এতে বলা হয়, আলুর সাম্প্রতিক বিক্রয়মূল্য উৎপাদন খরচের সাথে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলু চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পরে প্রধান উপদেষ্টার নির্দেশে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত ও কৃষকের স্বার্থ রক্ষায় ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সে কমিটির সুপারিশেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ক্রয় করা ৫০ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করে অক্টোবর-নভেম্বর মাসে বিক্রয় করা হবে। আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা প্রদান করা হবে।

/আরএইচ

Exit mobile version