কোল্ড স্টোরেজ গেইটে প্রতিকেজি আলুর দাম সর্বনিম্ন ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৫০ হাজার টন আলু ক্রয় করে হিমাগারে সংরক্ষণের কথা জানিয়েছে সরকার।
বুধবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কৃষি মন্ত্রণালয়।
এতে বলা হয়, আলুর সাম্প্রতিক বিক্রয়মূল্য উৎপাদন খরচের সাথে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলু চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পরে প্রধান উপদেষ্টার নির্দেশে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত ও কৃষকের স্বার্থ রক্ষায় ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সে কমিটির সুপারিশেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এতে আরও বলা হয়, ক্রয় করা ৫০ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করে অক্টোবর-নভেম্বর মাসে বিক্রয় করা হবে। আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা প্রদান করা হবে।
/আরএইচ

