সেন্টমার্টিনের দক্ষিণে সাগর থেকে নৌযানসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

|

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, কক্সবাজার:

কক্সবাজারের সেন্টমাটিনের দক্ষিণে সাগর থেকে একটি মাছ ধরার নৌযানসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে দ্বীপের নিকটবর্তী ‘সীতা’ নামক এলাকা থেকে সাগরে মাছ ধরার সময় সশস্ত্র গোষ্ঠীর কিছু সদস্য অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। তবে, তৎক্ষনাৎ তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

টেকনাফের কায়ুকখালী ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ জানিয়েছেন, সেন্টমার্টিনের দক্ষিণে সাগর জাল ফেলে মাছ ধরার সময় স্পিডবোট নিয়ে আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়ে। এসময় তারা কয়েকটি নৌযানটিকে ধাওয়া দেয়। এরমধ্যে একটি নৌযানসহ ৭ জেলেকে মিয়ানমারের দিকে নিয়ে যান আরাকান আর্মির সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। গতকাল আইন শৃঙ্খলা সভায়ও এ ব্যাপারে আলোচনা হয়েছে। তবে, বাংলাদেশের জলসীমায় জেলেরা নাব্যতা সংকটের কারনে মাছ ধরতে না পেরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। এ কারনেই প্রতিদিন এমন ঘটনা ঘটছে। এ ব্যাপারে উর্ধ্বতন মহলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ট্রলার মালিক সমিতির নেতারা জানিয়েছেন চলতি মাসে মোট ৬৫ জন জেলেকে অপহরণ করা হয়েছে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply