Site icon Jamuna Television

হ্যারি কেইনের জোড়া গোলে বায়ার্নের কষ্টার্জিত জয়

জার্মান কাপে হ্যারি কেইনের শেষ মুহূর্তের গোলে ওয়েসবাডেনের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। তৃতীয় বিভাগের ক্লাবটির বিপক্ষে জোড়া গোল পেয়েছেন ইংলিশ স্ট্রাইকার।

ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন কেইন। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বায়ার্ন। বিরতি থেকে ফিরেই আবারও জালের দেখা পায় জার্মান ক্লাবটি। এবার স্কোরশিটে নাম লেখান ওলিসে। তবে ম্যাচের ৬৪ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে এক গোল শোধ দেন ফাতি কায়া। এর ঠিক ছয় মিনিট পরই এই কায়ার কল্যাণেই সমতায় ফেরে ওয়েসবাডেন।

গোল পেতে মরিয়া হয় বায়ার্ন। পেয়ে যায় পেনাল্টিও। তবে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন কেইন। ম্যাচ যখন ২-২ সমতায় শেষ হওয়ার পথে, ঠিক তখনই এই ইংলিশ তারকার কল্যাণেই কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

/এএম

Exit mobile version