Site icon Jamuna Television

মেসি ঝলকে ফাইনালে মায়ামি

সেমিফাইনালেই জেঁকে বসেছল বিদায়ের শঙ্কা, তবে বাকি ছিলো মেসি ঝলক। চোটের কারণে খেলতে পারেননি আগের ২ ম্যাচ। ফিরলেন এই ম্যাচে, দেখালেন জাদু; জোড়া গোল করলেন, দলকে পৌঁছে দিলেন লিগস কাপের ফাইনালে।

মেসির জোড়া আর তেলাসকো সেগোভিয়ার দারুণ এক গোলে ৩-১ গোলে অরল্যান্ডো সিটিকে হারিয়েছে মায়ামিয়া। এর ফলে আরও একবার লিগস কাপের ফাইনালে উঠে গেলো লিওনেল মেসির দল।

ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য ছড়ায় মায়ামি। তবে প্রথম গোলের দেখা পায় অরল্যান্ডো সিটিই। ম্যাচের ৪৬ মিনিটে এগিয়ে যায় তারা। বক্সের ভেতর থেকে মারিও পাসালিচের শক্তিশালী শট গিয়ে আছড়ে পড়ে মায়ামির জালে। প্রথমার্ধ শেষ হয় ওই ১-০ ব্যবধানে। 

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় মায়ামি। তবে গোলের দেখা মিলছিল না কিছুতেই। মিলল নির্ধারিত সময় শেষ হওয়ার ১৩ মিনিট আগে। ৭৫ মিনিটে জর্দি আলবা ক্রস থেকে বল যাচ্ছিল বক্সে থাকা লুইস সুয়ারেজের কাছে, তবে অরল্যান্ডোর ব্রেকালো জার্সি টেনে তাকে ফেলে দেন বক্সে, দ্বিতীয় হলুদ কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়। পেনাল্টি পায় মিয়ামি। ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করেন লিওনেল মেসি। স্কোরলাইন হয় ১-১।

এরপর ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে ৮৮ মিনিটে। আলবার সঙ্গে ওয়ান-টু পাস খেলে বক্সে পড়েন মেসি, বাম পাশ থেকে তিনি বাম পায়ে শট নেন দূরের পোস্টে, গোলরক্ষককে ফাঁকি দিয়ে তা জড়ায় জালে। ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। 

যোগ করা সময়ে সেগোভিয়া দলের হয়ে আরও একটি গোল করেন। সুয়ারেজের পাস থেকে বক্সে ঢুকে চিপ শটে তিনি ৩-১ ব্যবধানে এগিয়ে দিয়ে জয় নিশ্চিত করেন দলের। 

এই জয়ে লিগস কাপ ২০২৫-এর ফাইনালে খেলতে যাচ্ছে ইন্টার মায়ামি। দ্বিতীয় সেমিফাইনালে এখন সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে খেলছে এলএএফসি। সে ম্যাচের জয়ী দলের বিপক্ষে ফাইনালে খেলবে কোচ হাভিয়ের মাসচেরানোর দল। 

এর আগে ২০২৩ সালে মেসির অভিষেক আসরেই শিরোপা জিতেছিল দলটা। এবারও নিশ্চয়ই সে সাফল্যের পুনরাবৃত্তি চাইবেন মেসিরা। 

/এমএইচ

Exit mobile version