Site icon Jamuna Television

মোহাম্মদপুরে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২০

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র, নগদ টাকা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ আগস্ট) ও বুধবার (২৭ আগস্ট) থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এতে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি, সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত পৃথক অভিযানে হত্যা মামলার সাত আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন– গোলাম মোহাম্মদ জিলানী, রমজান, মাসুম, রবিন, শাকিব, দিপু, সুজন, আরিফুর রহমান রফি, মানিক, সাব্বির, সোহাগ, শাওন, সেলিম, মিরাজ, রাব্বি, শামিম, শান্ত, জাবেদ আলী, রিফাত ও রায়হান।

অভিযানে ছয়টি সামুরাই, তিনটি স্টিলের চাকু, একটি ধারালো ডেগার, নগদ পাঁচ হাজার একশ’ টাকা, চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে অনেকেই নিয়মিত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত। তাদের আদালতে পাঠানো হয়েছে।

/এএম


Exit mobile version