Site icon Jamuna Television

‘জেলা-উপজেলা থেকে নতুন ক্রিকেটার বের করতে আঞ্চলিক ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ’

জেলা-উপজেলা থেকে নতুন ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমবারের মত হতে যাওয়া আঞ্চলিক টি- টোয়েন্টি টুর্নামেন্টের উদ্ধোধন শেষে এ কথা বলেন তিনি। চট্টগ্রাম বিভাগ থেকে নতুন ক্রিকেটার তুলে আনার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিবি।

জানা গেছে, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে একটি করে দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হবে ৮ সেপ্টেম্বর ও ফাইনাল ৯ সেপ্টেম্বর। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। প্রথমটি শুরু হবে সকাল সাড়ে ৯টায় আর দ্বিতীয়টি দেড়টায়।

টুর্নামেন্টে জয়ী দল পাবে ১ লাখ টাকা। প্রথমদিনের প্রথম খেলায় ফরটিস কুমিল্লাহ ও এ বি ব্যাংক নোয়াখালীর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।

/এমএইচ

Exit mobile version