Site icon Jamuna Television

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া একটি পার্ক থেকে রুবেল (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটা নাগাদ খুরোশিয়া ইকোপার্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাঙ্গুনিয়া সার্কেল এএসপি বেলায়েত হোসেন বলেন, গত রাত আড়াইটার দিকে খুরোশিয়া ইকোপার্ক থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। মরদেহের শরীরে বেশকিছু জখম এবং কোপের চিহ্ন পাওয়া গেছে। দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, রুবেলের নামে ৭-৮টি মামলা রয়েছে। সে অত্র অঞ্চলের একজন শীর্ষ সন্ত্রাসী এবং দীর্ঘদিন এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছিল। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ সময়, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

/এএইচএম

Exit mobile version