খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা-মেয়েকে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে এক প্রেস কনফারেন্সে পুলিশ সুপার আরেফিন জুয়েল এ তথ্য জানান।
তিনি বলেন, ঘটনার দিন দাদীর বাড়িতে গিয়ে টাকা চাইলে ভিকটিমদের সাথে সাইফুলের তর্ক হয়। পরে সেখানেই হত্যার পরিকল্পনা করে সে। এরপর সবাই ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে ফুফু রাহেনা আক্তারকে ও পরে পাশের ঘরে থাকা দাদী আমেনা খাতুনকে হত্যা করে সাইফুল।
গ্রেফতারের পর আসামি সাইফুল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ। তাকে এরইমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গত ২১ আগস্ট রামগড়ের বাগান টিলায় নিজ বাড়ি থেকে মা আমেনা খাতুন ও মেয়ে রাহেনা আক্তারের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরিদন রাহেনার ছেলে হাসান বাদী হয়ে রামগড় থানায় একটি মামলা করেন।
/আরএইচ

