Site icon Jamuna Television

এক মঞ্চে দেখা যাবে পশ্চিমাবিরোধী তিন নেতা পুতিন-কিম-জিনপিং’কে

মহাসমারোহে আগামী মাসে অনুষ্ঠিতব্য ‘ভিক্টরি ডে’ প্যারেডের প্রস্তুতি নিচ্ছে এশিয়ান পরাশক্তি চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে এবার একই মঞ্চে দেখা যাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন’কে। এতে যোগ দেবেন মোট ২৬ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। ১০ হাজার সামরিক সদস্যের কুচকাওয়াজের পাশাপাশি দেখা মিলবে বেইজিংয়ের ভাণ্ডারের অত্যাধুনিক সব সমরাস্ত্রের।

মূলত আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে চীনের ভিক্টরি ডে প্যারেড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে এবার যেন আয়োজনের কোনো কমতিই নেই। কুচকাওয়াজ ঘিরে এরইমধ্যে উত্তেজনা ছড়িয়েছে বিশ্বজুড়ে।

বিশাল এই আয়োজন উপলক্ষে একসাথে দেখা যাবে পশ্চিমাবিরোধী নেতাদের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও চীনা প্রেসিডেন্টের সঙ্গে মঞ্চে থাকবেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ধারণা করা হচ্ছে, এরমধ্য দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো অঙ্গনে বিশ্বনেতাদের সাথে মিলিত হবেন কিম।

তবে, নিমন্ত্রিত হলেও বেইজিং যাচ্ছেন না দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং। অনেকটা নিশ্চিত ইরান, ইন্দোনেশিয়া ও বেলারুশের প্রেসিডেন্টের অংশগ্রহণ। থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও।

চীনের ঘোষণা অনুযায়ী, এক ঘণ্টা ১০ মিনিটব্যাপী কুচকাওয়াজে প্রদর্শিত হবে বেইজিংয়ের সমরভাণ্ডারের সবচেয়ে শক্তিশালী এবং অত্যাধুনিক অস্ত্র। যার অস্তিত্ব এখনও বিশ্বের কাছে প্রকাশিত হয়নি। আর তাই, সামরিক বিশ্লেষকদের পুরো নজর এখন এই প্যারেডের দিকেই।

তিয়েনআনমেন স্কয়ারে অনুষ্ঠিত হবে এই প্যারেড। বিভিন্ন ফরমেশনে চোখ জুড়ানো কুচকাওয়াজে অংশ নেবেন চীনা সামরিক বাহিনীর ১০ হাজার সদস্য।

ধারণা করা হচ্ছে, নতুন প্রজন্মের যুদ্ধবিমান, মিসাইল সিস্টেমসহ কাটিং এইজ প্রযুক্তির নানা সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে বেইজিং।

/এমএইচআর

Exit mobile version