Site icon Jamuna Television

শেরপুরে ৭৫ হাজার ভারতীয় রুপিসহ গ্রেফতার ১

স্টাফ করেসপনডেন্ট শেরপুর:

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৫ হাজার ভারতীয় রুপিসহ শাহাজাদা (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে গ্রেফতারকৃতকে শেরপুর আদালতে সোর্পদ করে পুলিশ। এর আগে, বুধবার সন্ধ্যায় উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকা থেকে তাকে আটক করা হয়।

শাহাজাদার বাড়ি শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলার নন্নী ইউনিয়নের উত্তরবন্দ এলাকায় অভিযান চালিয়ে শাহাজাদাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭৫ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ৭৫ হাজার ভারতীয় রুপিসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

/এমএইচআর

Exit mobile version