Site icon Jamuna Television

‘ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাব’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ জসীম উদ্দিন‌।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

চিফ রিটার্নিং অফিসার বলেন, ডাকসু নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই সেনাবাহিনীসহ নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর কাছে সহায়তা চাওয়ার পরিকল্পনা করেছিল কমিশন। সেই পরিকল্পনা এখনও আছে। এজন্য সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের দরকার নেই।

মোহাম্মদ জসীম উদ্দিন‌ বলেন, আমাদের দরকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাব। প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলবে।

এদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়– বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীকে দায়িত্ব পালনের কোনো নির্দেশনা দেয়নি সরকার। ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।

এর আগে, গত মঙ্গলবার (২৬ আগস্ট) রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী জানান, ডাকসু নির্বাচন নির্বিঘ্ন করতে ভোটের দিন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। প্রবেশমুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৭টি পয়েন্টে মোতায়েন থাকবে সেনাবাহিনী।

প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর ৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এটি হবে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের ছাত্র রাজনীতিতে প্রথম বৃহৎ নির্বাচনী আয়োজন।

/এএম

Exit mobile version