Site icon Jamuna Television

বিদেশি পিআর পদ্ধতি কার্যকর হলে মানুষ জনপ্রতিনিধিদের খুঁজে পাবে না: হাফিজ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি দেশের মানুষ চেনেই না। বিদেশি পিআর পদ্ধতি কার্যকর হলে জনগণ জনপ্রতিনিধিদের খুঁজে পাবে না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধ দলের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতা থাকলে যেকোনো দল সংবিধান পরিবর্তন করতে পারে। জুলাই সনদে কখনো সংবিধান উপরে অবস্থান করতে পারে না। সারা বিশ্বে নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান পরিবর্তন করে থাকে। বাংলাদেশেও তাই হয়ে এসেছে। কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান পরিবর্তন হতে পারে না।

বিএনপির এই নেতা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। এরপর নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান ঠিক করবে। যারা মুক্তিযুদ্ধ দেখেনি বা গল্প শোনেনি তারাই সংবিধান ছুড়ে ফেলার কথা বলল

/আরএইচ

Exit mobile version