Site icon Jamuna Television

জানুয়ারির মধ্যেই প্রবাসী ভোটারদের কাছে পৌঁছাবে পোস্টাল ব্যালট

আগামী জানুয়ারিতে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। ডিসেম্বরের মধ্যে সকল নির্বাচনী উপকরণ ক্রয় ও মাঠ পর্যায়ে বিতরণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপে পোস্টাল ভোটিং সংক্রান্ত অনুচ্ছেদে এমন পরিকল্পনা উল্লেখ করেছে নির্বাচন কমিশন।

রোডম্যাপে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারির মধ্যে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের যাবতীয় কার্যক্রম শেষ করা হবে। এতে, তালিকাভুক্তি ও নিবন্ধন কার্যক্রম চলতি বছরের ১১ নভেম্বরে শুরু হয়ে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার কথা উল্লেখ করা হয়। 

এছাড়া, আগামী বছরের ৫ জানুয়ারির মধ্যেই ব্যালট পেপার প্রেরণ ও ভোটারদের নিকট পৌঁছানোর কার্যক্রম সমাপ্তির পরিকল্পনা তুলে ধরা হয়েছে রোডম্যাপে।

/এমএইচআর

Exit mobile version