আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে মিজান-ইকবাল প্যানেল।
বুঝবার (২৭ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে ২১ সদস্যবিশিষ্ট প্যানেলটি তাদের ইশতেহার ঘোষণা করে।
মিজান-ইকবাল প্যানেল পরিচিতি:
সভাপতি, মোহাম্মদ মিজানুর রহমান; সিনিয়র সহ-সভাপতি, গোলাম সারওয়ার কাইউম; সহ-সভাপতি, কাজী মাহবুব আলম, সহ-সভাপতি, হাজী আফছার উদ্দিন মোল্লা; সাধারণ সম্পাদক, কাজী ইকবাল হোসেন চৌধুরী; যুগ্ম সাধারণ সম্পাদক, এম এম এ কবির সুমন; সাংগঠনিক সম্পাদক, মির্জা রকিবুল হাসান মিঠু; অর্থ সম্পাদক, নুর নেওয়াজ বাপ্পি; দপ্তর সম্পাদক,মো. রাজিব উদ্দীন; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, শফিকুল; প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. শেখ সাহেদ; ধর্ম ও স্বাস্থ্য সম্পাদক, মো. সিরাজুল ইসলাম ; আইন ও সমাজকল্যাণ সম্পাদক, মো. আলমগীর; মহিলা বিষয়ক সম্পাদক, শাহানা আহমেদ অনন্যা রুমা।
এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন, মো. আমিনুল ইসলাম, মো. বোরহান উদ্দীন, মো. ময়নুল ইসলাম মিন্টু, মো. আনোয়ার হোসেন, মো. ইকবাল হোসেন, মো. ফরিদ উদ্দিন ও মো. সোহেল রানা।
/এএস

