Site icon Jamuna Television

শিরোপার দৌড়ে টিকে থাকতে মাঠে নামছে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আবারও ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে খেলাটি মাঠে গড়াবে আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ৩টায়।

শিরোপা রেসে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। বুধবার (২৭ আগস্ট) ফিরতি লেগের প্রথম ম্যাচে নেপালকে ৪-১ গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে সুরুভী-আলপীরা। বৃহস্পতিবার হয়নি কোনো অনুশীলন। পূর্ণ বিশ্রামে দিন কাটিয়েছেন ফুটবলাররা। দলে নেই কোনো ইনজুরি সমস্যা।

এর আগে, প্রথম লেগে ভুটানের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। যদিও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হার শিরোপা স্বপ্ন কঠিন করে তোলে লাল-সবুজ প্রতিনিধিদের। এবার ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে লক্ষ্য পূরণে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।

/এএম

Exit mobile version